টুপি পরিধানের শরঈ বিধান

প্রশ্ন

আসসালামু আলাইকুম, হযরত আমার প্রশ্ন হল মুসলমানদের সর্বসময় মাথায় টুপি পড়া কি জরুরী।

প্রশ্নকারীর নাম: Toushief Islam

প্রশ্নকারীর ঠিকানা: Hooghly Sahaganj

প্রকাশিত: 14-10-2023

উত্তর

ফতওয়া নং ২০৪

 

 

          টুপি কিংবা পাগড়ী পরা সার্বক্ষণিক সুন্নাত। বিনা ওজরে খালি মাথায় থাকা মাকরূহ। (ফাতাওয়া রহীমিয়া ১০/১৫৬, কিতাবুন নাওয়াযিল ১৫/৩৭৩পৃষ্ঠা)

মাজমাউয যাওয়াইদ ৫/১২১ পৃষ্ঠায় বর্ণিত আছেঃ নবী সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাদা টুপি পরিধান করতেন।

 

                    স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)


উত্তর দেখা হয়েছে : 633