প্রশ্ন
জানাবাত অবস্থায় ভুল করে কুরআনের আয়াত পড়ে ফেললে কি করনীয় ?
প্রশ্নকারীর নাম: Abdul Karim
প্রশ্নকারীর ঠিকানা: South 24 Parganas
প্রকাশিত: 15-10-2023
উত্তর
ফতওয়া নং ২৫৫জানাবাত অবস্থায় কুরআন শরীফ স্পর্শ করা বা পাঠকরা গুনাহের কাজ। ভুলবশত পড়ার কারণে যদিও কোনো গুনাহ হয়নি, তথাপিও তওবা ও ইস্তেগফার করে নেওয়া উত্তম।তবে কোনো কাফ্ফারা ইত্যাদি দেওয়া আবশ্যক নয়।
রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আল্লাহ আমার উম্মাতের ভুল , বিস্মৃতি ও বলপূর্বক যা করিয়ে নেয়া হয় তা ক্ষমা করে দিয়েছেন। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ২০৪৩)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৫ রজব,১৪৪৫ হিজরী (26/01/2024)
উত্তর দেখা হয়েছে : 108