প্রশ্ন
বাজারে প্রচলিত অ্যালকোহল যুক্ত পারফিউম বা বডি স্প্রে ব্যাবহার করা কি জাইয আছে ?
প্রশ্নকারীর নাম: Abdul Karim
প্রশ্নকারীর ঠিকানা: South 24 Parganas
প্রকাশিত: 15-10-2023
উত্তর
ফতওয়া নং ২০৫
যেসব অ্যালকোহল আঙুর, খেজুর অথবা কিশমিশ থেকে তৈরি, সে সব অ্যালকোহল সম্পূর্ণ হারাম। এ ধরনের অ্যালকোহল মেশানো বস্তু ব্যবহার করা যাবে না। কেননা, রাসূল সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেনঃ
নেশা সৃষ্টিকারী প্রতিটি বস্তুই হারাম। (বুখারী ৪৩৪৩)
এই তিন বস্তু ছাড়া অন্য উপাদান থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল মিশ্রিত পারফিউম, বডি-স্প্রে ইত্যাদি ব্যাবহার করার অবকাশ আছে।
এখনকার সেন্ট,লোশন বা বডি স্প্রেগুলোতে সাধারণত আঙুর, খেজুর বা কিশমিশ থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল থাকে না; বরং বিভিন্ন শস্যদানা, গাছপালার ছাল, মধু, শস্য, যব, আনারসের রস, অন্যান্য রাসায়নিক উপাদান ইত্যাদি থেকে প্রস্তুতকৃত অ্যালকোহল মেশানো হয়। তাই এগুলো নাপাক নয়। তবে যদি জানা যায় যে, এ সব অ্যালকোহল আঙ্গুর বা খেজুর থেকে বানানো হয়, তাহলে তা ব্যবহার করা জায়েজ নয়। (তাকমিলাতু ফাতহিল মুলহিম৩/৬০৮)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)
উত্তর দেখা হয়েছে : 285