প্রশ্ন
হুজুর , তিন এবং চার রাকাত বিশিষ্ট ফরয নামায জামাতে পড়ার সময় দ্বিতীয় রাকাতে আত্তাহিয়াতু পড়ে ইমাম উঠে দাঁড়ানোর আগে মোক্তাদী আত্তাহিয়াতু পড়ে দরুদ শরীফের বেশ অনেকটা পড়ে ফেলেছে (যতটা পড়লে সহোসিজদা দিতে হয়) । এখন মোক্তাদির কর্তব্য কী? নামাজ শেষে তার সহসিজদা দিতে হবে কি ?
প্রশ্নকারীর নাম: মুয়াররিফ বিল্লাহ লস্কর
প্রশ্নকারীর ঠিকানা: জয়নগর , দক্ষিণ 24 পরগনা
প্রকাশিত: 15-10-2023
উত্তর
ফতওয়া নং ২০৬
নফল ছাড়া অন্য নামাযের প্রথম বৈঠকে তাশাহহুদের পর দরূদ ইত্যাদি পড়া ভুল। তবে ইমামের পিছনে মুক্তাদীর ভুলের কারণে সাহো সিজদা করতে হয়না। তাই প্রশ্নোক্ত অবস্থায় সাহু সিজদা করা মুক্তাদির কর্তব্য নয়। সাহুসিজদা ছাড়াই নামায শুদ্ধ হয়ে যাবে। (ফাতাওয়া রহীমিয়া ৫/১৯৭)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)
উত্তর দেখা হয়েছে : 253