প্রশ্ন
ইমাম সাহেব জানাযা পড়ানোর সময় যে কাপড় টা বিছিয়ে তার উপর জানাজা পড়ায় সেই কাপড় টা কি হাত মুখ মোছার জন্য রুমাল হিসেবে ব্যবহার করা যাবে ?
প্রশ্নকারীর নাম: Md sohid molla
প্রশ্নকারীর ঠিকানা: Nimkuria, bhangar, South 24 parganas
প্রকাশিত: 15-10-2023
উত্তর
ফতওয়া নং ২০৭
জানাযা পড়ানোর কারণে উক্ত কাপড়ে হাত-মুখ মোছা নিষিদ্ধ হয়ে যায়না।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)
উত্তর দেখা হয়েছে : 175