বিছিয়ে জানাযা পড়া কাপড়ে হাত-মুখ মোছা দোষনীয় নয়

প্রশ্ন

ইমাম সাহেব জানাযা পড়ানোর সময় যে কাপড় টা বিছিয়ে তার উপর জানাজা পড়ায় সেই কাপড় টা কি হাত মুখ মোছার জন্য রুমাল হিসেবে ব্যবহার করা যাবে ?

প্রশ্নকারীর নাম: Md sohid molla

প্রশ্নকারীর ঠিকানা: Nimkuria, bhangar, South 24 parganas

প্রকাশিত: 15-10-2023

উত্তর

ফতওয়া নং ২০৭

 

    জানাযা পড়ানোর কারণে উক্ত কাপড়ে হাত-মুখ মোছা নিষিদ্ধ হয়ে যায়না।

 

                    স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)


উত্তর দেখা হয়েছে : 175