প্রশ্ন
তাহাজ্জুদ এবং সলাতুল লাইল দুটি নামাজ আলাদা আলাদা নাকি এক দলীল সহ জানাবেন উপক্রিত হব ইনশাআল্লাহ
প্রশ্নকারীর নাম: আলমগীর সেখ
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম চন্দ্রহাটি(পো)খাগড়ামুড়ি-থানা-বিষ্ণুপুর
প্রকাশিত: 18-10-2023
উত্তর
ফতওয়া নং ২০৮
সলাতুল লাইল বলতে রাতের নফল নামাযকে বুঝায়। তাহাজ্জুদও যেহেতু রাতের নফল নামায, তাই তাহাজ্জুদও সলাতুল লাইলের অন্তর্ভুক্ত। (কামুসুল ফিকহ ৪/৫৪৭)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)
উত্তর দেখা হয়েছে : 160