মরা সন্তান জন্ম নিলে তার গোসল বা জানাযা

প্রশ্ন

মরা সন্তান জন্ম নিলে তার গোসল দিতে বা জানাযা পড়তে হবে কি ?

প্রশ্নকারীর নাম: হাফেজ সফিকুল সরদার

প্রশ্নকারীর ঠিকানা: তিলপি লস্কর পড়া মসজিদ

প্রকাশিত: 21-10-2023

উত্তর

ফতওয়া নং ২০৯

 

     মরা সন্তান জন্ম নিলে, তাকেও গোসল দিতে হবে এবং তার নামও রাখতে হবে। কিন্তু নিয়ম মত কাফন দিতে ও জানাযার নামায পড়তে হবে না। একখানা কাপড় জড়িয়ে কবরে দাফন করে দিলে চলবে। (আলমগীরী ১/১৫৯, বেহেশতী যেওর ২/১১১)

 

                  স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)


উত্তর দেখা হয়েছে : 430