প্রশ্ন
জনাব, মোয়াজ্জিন যদি নামাযের সময় কাতারে দাড়িয়ে ইমাম কে ডাকে বা ইমাম না দাড়াতে তাকবীর দেয় তাহলে নামাযের কোনো ক্ষতি হবে ?
প্রশ্নকারীর নাম: হাফেজ সফিকুল সরদার
প্রশ্নকারীর ঠিকানা: তিলপি লস্কর পড়া মসজিদ
প্রকাশিত: 21-10-2023
উত্তর
ফতওয়া নং ২১০
এতে নামাযের কোনো ক্ষতি হবে না। ইমাম সাহেব মসজিদে উপস্থিত থাকলে, না দাড়াতে ইকামত দিলেও কোনো সমস্যা নেই।
হযরত বেলাল (রঃ) রসূলুল্লাহ (সল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বের হয়ে না আসা পর্যন্ত এবং তাকে না দেখা পর্যন্ত ইক্বামত দিতেন না। বের হয়ে আসার পর তিনি তাকে দেখতেন তখনই ইক্বামত দিতেন। (সহিহ মুসলিম, হাদিস নং ১২৫৭)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)
উত্তর দেখা হয়েছে : 374