স্ত্রী গর্ভে সন্তান থাকা অবস্থায় তালাক দেওয়ার বিধান

প্রশ্ন

স্ত্রী গর্ভে সন্তান থাকা অবস্থায় তালাক দেওয়ার বিধান কি ?

প্রশ্নকারীর নাম: SK Abdul Hannan

প্রশ্নকারীর ঠিকানা: Keshpur Paschim Medinipur

প্রকাশিত: 23-10-2023

উত্তর

ফতওয়া নং ২১১

 

       স্ত্রীর গর্ভে সন্তান থাকা অবস্থায় তালাক দিলেও তালাক পড়ে যাবে। আর এক্ষেত্রে সন্তান ভুমিষ্ট হয়ে গেলে ইদ্দত পরিপূর্ণ হয়ে যাবে। মনে রাখা দরকার, অযথা তালাক দেওয়া আল্লাহ তায়ালার কাছে অপছন্দ। (আলমগীরী ৩/৩৬৩)

 

                 স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৫ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (19/11/2023)


উত্তর দেখা হয়েছে : 372