প্রশ্ন
একজন বিবাহিত নারী।।ও অন্য একটা পুরুষের সঙ্গে দৈহিক সম্পর্ক করতে পাড়ার মানুষ জন দেখে ফেলেছে। তখন ঐ দুই জন কে ধরে তারা 30,000 হাজার টাকা জরিমানা করে। এখন ঐ টাকা নিয়ে পাড়ার মসজিদের ভেতরে মেজে ঢালাই করেছে। এখন প্রশ্ন হল ঐ মেজেতে কি নামায আদায় করা যাবে ? এবং কেউ যদি জিনার কাজে লিপ্ত হয়। তাহলে কি তাকে ধরে জরিমানা করা যাবে কি।।
প্রশ্নকারীর নাম: সৈয়দ সরিফুল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: উত্তর 24, পরগনা সন্দেশ খালি
প্রকাশিত: 01-11-2023
উত্তর
ফতওয়া নং ২৩১আর্থিক জরিমানা নেওয়া শরীয়াতে বৈধ নয়। উক্ত টাকা ব্যাবহার করাও বৈধ নয়। অতএব জরিমানার টাকা মসজিদে লাগানো জাইয হয়নি। এমতাবস্থায় উক্ত টাকা দ্বারা নির্মিত মেঝেতে নামায পড়া মাকরূহ হবে। যার থেকে জরিমানা নেওয়া হয়েছে, তার টাকা তাকেই ফিরিয়ে দেওয়া আবশ্যক। তবে উত্তম হল, এমন কোন বাহানায় তাকে টাকাটি ফিরিয়ে দেওয়া যেন সে বুঝতে না পারে যে, তার থেকে নেওয়া জরিমানার টাকা ফিরিয়ে দেওয়া হচ্ছে। উক্ত টাকা ফিরিয়ে দিলে দায়মুক্তির সাথে সাথে ঐ স্থানে নামায পড়ায় যে আপত্তি ছিল, সে আপত্তিও আর থাকবে না। (জামিউল ফাতাওয়া ৭/৩১৩,৯/৩৩, ফাতাওয়া দারুল উলুম১৪/১১১, ক্বামুসুল ফিক্বহ ৫/৯৩)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (14/12/2023)
উত্তর দেখা হয়েছে : 182