নামাজের জন্য আগে থেকে সূরা নির্ধারণ করা

প্রশ্ন

নামাজের জন্য আগে থেকে সূরা নির্ধারণ করা কি জরুরী ?

প্রশ্নকারীর নাম: সেখ আতিউল ইসলাম

প্রশ্নকারীর ঠিকানা: বর্ধমান

প্রকাশিত: 07-11-2023

উত্তর

ফতওয়া নং ২১৯

 

         জরূরী হল, নামাযের মধ্যে সূরা মিলাতে যেন অস্বাভাবিক দেরি না হয়ে যায়। কারণ, এক্ষেত্রে তিন তাসবীহ পরিমাণ দেরি হয়ে গেলে সাহু সেজদা ওয়াজিব হয়ে যাবে। (কিতাবুন্নাওয়াযিল ৩/৬১০) 

   তাই সুবিধার জন্য  কেউ  যদি নামাযের মধ্যে যে সূরাগুলি  পড়বে,আগে থেকেই তার পরিকল্পনা করে নেয় তো নিতে পারে ।  তবে  জরূরী নয়। 

 

              স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (1/12/2023)


উত্তর দেখা হয়েছে : 317