প্রশ্ন
খাসির গোশত খাওয়া নাকি হারাম? বাংলাদেশ এর এক আলেম ইউটিউব এ কথা বলছিল। এটা কী ঠিক ?
প্রশ্নকারীর নাম: Jabbarul gharami
প্রশ্নকারীর ঠিকানা: Vill-Bhitarpara,p.o-taranipur,p.s-Tehatta,Nadia
প্রকাশিত: 09-11-2023
উত্তর
ফতওয়া নং ২২০
“খাসির গোশত খাওয়া হারাম” এ কথা ঠিক নয়। আপনি যদি এমন কথা শুনে থাকেন, তাহলে সম্ভবত আপনার শুনতে বা বুঝতে ভুল হয়েছে। অথবা উক্ত বক্তা আলেম ছিলেন না। কারণ, কোনো যোগ্য আলেম এরূপ কথা বলতে পারেন না। খাসির গোশত খাওয়া নিঃসন্দেহে হালাল।
(ফাতাওয়া হিন্দিয়্যা ৫/২৯৯)
রাসূলুল্লাহ (সল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) কুরবানির ইচ্ছা করলে দু'টি মোটাতাজা, মাংসল, শিংযুক্ত, ধুসর বর্ণের ও খাসি করা মেষ ক্রয় করতেন। (সুনানে ইবনে মাজাহ, হাদীস নং ৩১২২)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (1/12/2023)
উত্তর দেখা হয়েছে : 335