চোখ বন্ধ করে নামায পড়া

প্রশ্ন

কোন ইমাম সাহেব নামাজে মধ্যে ভক্তি আনার জন্য চোখ বন্ধ করে নামাজ পড়ান এর জন্য কি নামাজে ক্ষতি আছে ?

প্রশ্নকারীর নাম: THAMIDUL ISLAM

প্রশ্নকারীর ঠিকানা: FAZIL PUR,DEGANGA, NORTH 24 PARGANAS

প্রকাশিত: 11-11-2023

উত্তর

ফতওয়া নং ২২১

 

 

        স্বাভাবিক অবস্থায় নামাযের মধ্যে চোখ বন্ধ রাখা মাকরূহ তানযীহি। কিন্তু যদি কখনো এমন হয় যে, চোখ খুলে রাখলে  একাগ্রতায় ব্যাঘাত ঘটছে, তাহলে সে ক্ষেত্রে  একাগ্রতা ও মনোযোগীতার  উদ্দেশ্যে চোখ বন্ধ করে রাখা  মাকরূহ হবে না।(বাদাইউস সনাই ২/৩৪৩)

 

                স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (1/12/2023)


উত্তর দেখা হয়েছে : 444