প্রশ্ন
ফজরের নামাজের পর ইমাম সাহেব সূরা ইয়াসিন তেলাওয়াত করেন এবং মুসল্লিরা তা শোনেন এবং সূরাটি পাঠ করার পর একসাথে মোনাজাত করেন। এটা কি করা যাবে?
প্রশ্নকারীর নাম: Asraful Haque
প্রশ্নকারীর ঠিকানা: Salar, Murshidabad
প্রকাশিত: 12-11-2023
উত্তর
ফতওয়া নং ২৮৪বালা-মুসীবত দূরীকরণ ও বরকত লাভের উদ্দেশ্যে সূরা ইয়াসিন খতম বুযুর্গদের পরীক্ষিত আমল। অতএব যতক্ষণ বালা-মুসীবত থাকবে আমল ও এলাজ হিসেবে এর খতম পড়া যাবে। এটাকে সুন্নত ও শরীয়তের আদেশ মনে করা যাবেনা। এবং যারা এই খতমে অংশ গ্রহণ না করবে, তাদেরকে নিন্দা করা ও তাদের প্রতি খারাপ ধারণা করা যাবেনা। (ফাতাওয়া রহীমিয়া ১০/৪৬৯)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)
উত্তর দেখা হয়েছে : 68