প্রশ্ন
মসজিদে সামনাসামনি দুই কাতারে দাড়িয়ে সুন্নাত নামাজ কিভাবে সুতরা না দিয়ে পড়া যায় জানালে উপকৃত হবো।
প্রশ্নকারীর নাম: আমির
প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ, ভারত
প্রকাশিত: 12-11-2023
উত্তর
ফতওয়া নং ২৩২সুতরা বিহীন অবস্থায় নামাযীর সামনে দিয়ে অতিক্রম করা নিষিদ্ধ; নামাযীর সামনে নামায পড়া নিষিদ্ধ নয়।
আল্লাহর রসূল (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যদি মুসল্লীর সামনে দিয়ে অতিক্রমকারী জানতো এটা তার কত বড় অপরাধ, তাহলে সে মুসল্লীর সামনে দিয়ে অতিক্রম করার চেয়ে চল্লিশ (দিন/মাস/ বছর) দাঁড়িয়ে থাকা উত্তম মনে করতো। ( সহীহ বুখারী, হাদীস নং ৫১০)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (14/12/2023)
উত্তর দেখা হয়েছে : 136