কুনূতে নাযিলাহ পড়ার নিয়ম

প্রশ্ন

কুনুতে নাযিলাহ কিভাবে পড়তে হয় ? কুনুতে নাযিলার শব্দ গুলি কি কি ?

প্রশ্নকারীর নাম: সেখ আমির

প্রশ্নকারীর ঠিকানা: পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 12-11-2023

উত্তর

ফতওয়া নং ২২২
 

         মারাত্মক ধরনের বিপদ বা ফেতনার সময় ফজরের নামাযে কুনূতে নাযিলার আমল করা রাসূল (সাঃ) থেকে প্রমাণিত রয়েছে। যেমন- মুসলমানদের উপর শত্রুর আক্রমণ হলে বা যুদ্ধ লাগলে মুসলমানদের জন্য দু'আ এবং শত্রুদের বিরুদ্ধে বদ দু'আ করার উদ্দেশ্যে এ আমল করা হয়ে থাকে। ফজরের নামাযের দ্বিতীয় রাকআতে রুকুর থেকে উঠার পর সোজা দাঁড়িয়ে হাত ছাড়া অবস্থায় কুনূতে নাযিলাহ পাঠ করা হয়। ইমাম কুনূত পাঠ করবেন আর মুক্তাদীগণ আস্তে আস্তে আমীন বলবেন। দু'আ পাঠ শেষ হলে যথারীতি সাজদা করা হবে।কুনূতে নাযিলাহ এই—
 

اَللّٰهُمَّ اهْدِنَا فِيمَنْ هَدَيْتَ، وَعَافِنَا فِيمَنْ عَافَيْتَ، وَتَوَلَّنَا فِيمَنْ تَوَلَّيْتَ، وَبَارِكْ لَنَا فِيْمَا أَعْطَيْتَ وَقِنَا شَرَّ مَا قَضَيْتَ، إنَّك تَقْضِیْ وَ لَا يُقْضٰى عَلَيْكَ، وَإِنَّهٗ لَا يَذِلُّ مَنْ وَّالَيْتَ، وَلَا يَعِزُّ مَنْ عَادَيْتَ، تَبَارَكْتَ رَبَّنَا وَتَعَالَيْتَ، وَ نَسْتَغْفِرُكَ وَنَتُوبُ اِلَیْکَ، وَصَلَّى اللّٰهُ عَلَى النَّبِيِّ الْكَرِيمِ . اَللّٰهُمَّ اغْفِرْ لَنَا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤمِنَاتِ وَالْمُسْلِمِيْنَ وَالْمُسْلِمَاتِ  وَأَلِّفْ بَيْنَ قُلُوبِهِمْ وَأَصْلِحْ ذَاتَ بَيْنِهِمْ وَانْصُرْنَا عَلَى عَدُوِّكَ وَعَدُوِّهِمْ . اَللّٰهُمَّ الْعَنِ الْكَفَرَةَ الَّذِينَ يَصُدُّونَ عَنْ سَبِيْلِكَ وَيُكَذِّبُونَ رُسُلَكَ وَيُقَاتِلُونَ أَوْلِيَاءَكَ . اللّٰهُمّ خَالِفْ بَيْنَ كَلِمَتِهِمْ وَزَلْزِلْ أَقْدَامَهُمْ وَأَنْزِلْ بِهِم بَأْسَكَ الَّذِىْ لاَ تَرُدُّهٗ عَنْ الْقَوْمِ الْمُجْرِمِينَ .

  ( কিফায়াতুল মুফতী ৩/৩৯৭ )

 

             স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (1/12/2023)


উত্তর দেখা হয়েছে : 364