প্রশ্ন
কেউ যদি ফরজ নামাজে সুরা ফাতিহা পড়ার পর সূরা মিলানো ভুলে যায় তারপর সে রুকুতে চলে যায় অথবা কেউ যদি সুরা ফাতিহার পরিবর্তে অন্য কোন সূরা পড়তে শুরু করে দেয় তাহলে সেই অবস্থায় কি হবে ?
প্রশ্নকারীর নাম: Sk Maruf
প্রশ্নকারীর ঠিকানা: Howrah
প্রকাশিত: 14-11-2023
উত্তর
ফতওয়া নং ২২৩
কেউ যদি ফরয নামাযের প্রথম দুই রাকআতের এক রাকআতে বা উভয় রাকআতে সূরা মিলাতে ভুলে যায়, তাহলে পরবর্তী দুই বা এক রাকআতে সূরা মিলানো মুস্তাহাব এবং শেষে সেজদায়ে সাহু করা ওয়াজিব।
অনুরূপ ভাবে কেউ যদি ভুলবশত সূরা ফাতিহা না পড়ে বা তিন তাসবীহ (অর্থাৎ তিন বার “সুবহানাল্লাহ” বলা) পরিমাণ দেরীতে পড়ে, তাহলেও সেজদায়ে সাহু করা ওয়াজিব হবে। আর যদি তিন তাসবীহ পরিমাণ সময় দেরি হওয়ার আগেই সূরা ফাতিহা পড়া শুরু করে , তাহলে সেজদায়ে সাহু করতে হবে না।
(আহসানুল ফাতাওয়া ২/৭৪, শামী ১/৪৫৯)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১৬ জুমাদাল উলা ,১৪৪৫ হিজরী (1/12/2023)
উত্তর দেখা হয়েছে : 611