জামাআতের আগে মসজিদে একা নামায পড়া

প্রশ্ন

 মসজিদের মধ্যে জামাতের আগে একা ফরজ নামাজ পড়া যাবে কি ?

প্রশ্নকারীর নাম: Sk sahabaz

প্রশ্নকারীর ঠিকানা: Bunkura

প্রকাশিত: 15-11-2023

উত্তর

ফতওয়া নং ২৩৩

   ফরয নামায জামাআত সহ আদায় করা সুন্নতে মুয়াক্কাদাহ্; মতান্তরে ওয়াজিব । মসজিদে বা অন্য কোথাও একা নামায আদায় করলে, নামায হবে; কিন্তু জামাআত ত্যাগ করার অপরাধে অপরাধী ও বিশাল সাওয়াব থেকে বঞ্চিত হতে হবে। তাই বিশেষ ওযর ছাড়া  জামাআত ত্যাগ করার  অবকাশ নেই। (আলমগীরী ১/৮২)

 

 

             স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (14/12/2023)


উত্তর দেখা হয়েছে : 271