কাঁকড়া খাওয়া,চাষকরা কিংবা ব্যাবসা করা

প্রশ্ন

 কাঁকড়া খাওয়া,চাষকরা কিংবা ব্যাবসা করা কি বৈধ ?

প্রশ্নকারীর নাম: মাওঃআবদুল্লাহ সরদার

প্রশ্নকারীর ঠিকানা: ইমাম তিলপী হালদার পাড়া মসজিদ

প্রকাশিত: 21-11-2023

উত্তর

ফতওয়া নং ২২৬

   কাঁকড়া খাওয়া বৈধ নয়। চাষ করা কিংবা ব্যাবসা করাও বৈধ নয়; তবে বৈধ কাজে ব্যবহৃত হবে এই উদ্দেশ্যে জাইয হবে। যেমন  বাহ্যিক প্রয়োগ করার জন্য বা পুড়িয়ে এর ছাই ব্যবহার করার জন্য বা   অন্য ওষুধ না থাকায় বাধ্য হয়ে ওষুধ রূপে ব্যবহার করার জন্য কেউ যদি কিনতে চায়, তাহলে এমন ব্যক্তির কাছে বিক্রি করা জাইয হবে। (বেহেশতী যেওর , মাজমাউল আনহুর ২/৫১৪,আলমগীরী ৩/১১৪)

 

 

                  স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৩জুমাদালউলা ,১৪৪৫ হিজরী (08/12/2023)


উত্তর দেখা হয়েছে : 338