প্রশ্ন
সম্মানীয় মুফতী সাহেব,,আমাদের এলাকাতে ফজরের নামাজের জামাতের পরে ফজরের ওয়াক্তের কত মিনিট সময় বাকি আছে মসজিদের মাইকে তার এলান করা হয়,এবং এটি নিয়ে নামাজীদের মধ্যে মতোভেদ দেখা দেয়।। এটা কতটা শরীয়ত সম্মত জানিয়ে বাধিত করবেন।
প্রশ্নকারীর নাম: জানাতে অনিচ্ছুক
প্রশ্নকারীর ঠিকানা: জানাতে অনিচ্ছুক
প্রকাশিত: 21-11-2023
উত্তর
ফতওয়া নং ২২৫এরূপ এ'লান করা কুরআন-হাদীস থেকে প্রমাণিত নয়। খয়রুলকুরূনেও এর প্রচলন থাকার প্রমাণ পাওয়া যায় না; অথচ এর প্রয়োজনীয়তা তখনও ছিল। অতএব এটা বন্ধ করা উচিত। (কিতাবুন নাওয়াযিল ৩ /২২৬)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৩জুমাদালউলা ,১৪৪৫ হিজরী (08/12/2023)
উত্তর দেখা হয়েছে : 315