প্রশ্ন
টুপি নিতে ভুলে গেলে খালি মাথায় নামাজ পড়া উত্তম ? নাকি মসজিদের টুপি ব্যাবহার করা উত্তম ?
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 22-11-2023
উত্তর
ফতওয়া নং ২২৪টুপি কেবল নামাযের সময়ের জন্য নয়; বরং নামাযের বাইরে টুপি ব্যাবহার করাও মাসনূন। সমাবেশে, বাজারে ও রাস্তা-ঘাতে খালি মাথায় ঘোরা খেলাফে সুন্নাত। অতএব টুপি নিতে ভুলে যাওয়াটা দুঃখজনক। তা সত্ত্বেও যদি কখনো এমন পরিস্থিতি হয়, তাহলে মাসজিদের টুপি ব্যবহার করার অনুমতি থাকলে এবং উক্ত টুপি লোক সমাবেশে পরে যাওয়ার উপযোগী হলে, খালি মাথায় নামায পড়ার চেয়ে মসজিদের টুপি পরে নামায পড়া উত্তম। কারণ, খালি মাথায় নামায পড়া খৃষ্টানদের অভ্যাস। (জাদীদ মুআমালাত কে শরঈ আহকাম ৩/৬৪ ,ফাতাওয়া কাসিমিয়া ২৩/৪৫৮,৪৬৭পৃষ্ঠা)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৩জুমাদালউলা ,১৪৪৫ হিজরী (08/12/2023)
উত্তর দেখা হয়েছে : 438