কাজের জন্য নামায কাযা করা

প্রশ্ন

অন্যের অধীনে কাজ করি, কাজের চাপে নামাজ কাজা করে পরে কাজা আদায় করলে কি গুনাহ হবে ?

প্রশ্নকারীর নাম: Md Ahmadullah

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি

প্রকাশিত: 22-11-2023

উত্তর

ফতওয়া নং ২২৯

 কারোর অধীনে কাজ করা নামায কাযা করার ওজর হতে পারে না। অতএব এরূপ কারণে নামায কাযা করার শরীয়াতে অনুমতি নেই;  করলে কঠিন গুনাহ হবে। নামাযের বিষয় বিবেচনা করেই কাজ নির্ণয় করা কর্তব্য। (ফাতাওয়া ফারীদিয়া ২/৫৪৭)

 

 

              স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (14/12/2023)


উত্তর দেখা হয়েছে : 328