কাজের জন্য জামাআত ছেড়ে একাকী নামায পড়া

প্রশ্ন

  কাজের জন্য জামাত ছেড়ে একাকী নামাজ আদায়ে কোনো গুনাহ আছে কি ?

প্রশ্নকারীর নাম: Md Ahmadullah

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি

প্রকাশিত: 22-11-2023

উত্তর

ফতওয়া নং ২২৮

ফরয নামায জামাআতে পড়া সুন্নাতে মুয়াক্কাদাহ্ ; ওয়াজিবের কাছাকাছি। হাদীস শরীফে জামাআত ত্যাগ করার ব্যাপারে কঠোর সতর্কবার্তা এসেছে। অতএব শরঈ ওজর ছাড়া জামাআত ত্যাগ করে ফরয নামায একাকী  পড়তে থাকা জাইয নেই। কাজ করা জামাআত ত্যাগ করার কোনো শরঈ ওজর নয়। (ফাতাওয়া মাহমুদিয়া ৬/৪১৪)

 

 

স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (14/12/2023)


উত্তর দেখা হয়েছে : 317