প্রশ্ন
শুনেছি মজা করলেও বিয়ে ঘটে যায়, তাহলে যদি ক্লাস এইট নাইন এর ছাত্র ছাত্রী মজা করে ইজাব কবুল করে তাদের স্কুলের সমবয়স্ক সাথীদের সামনে তাহলে কি বিয়ে হয়ে যাবে? বিয়ের শর্ত গুলো কি কি? আর বিয়ের ক্ষেত্রে একটা ছেলে আর মেয়ের বালেগ বুদ্ধিমান হওয়া বলতে কেমন? ১৩/১৪ বছরে বয়সে তো একটা ছেলে মেয়ে বালেগ হয়ে যায় তাহলে কি এই ১৩/১৪ বছরের একটা ছেলে আর একটা মেয়ে ১৩/১৪ বছরের দুটো ছেলে বা একটা ছেলে আর দুটো মেয়ের সামনে ইজাব কবুল করে তাহলে কি তাদের বিয়ে ঘটে যাবে ?
প্রশ্নকারীর নাম: Md Ahmadullah
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম- মোল্লাসিমলা, থানা- সিঙ্গুর, জেলা- হুগলি
প্রকাশিত: 24-11-2023
উত্তর
ফতওয়া নং ২৩০ বিবাহ সম্পন্ন হওয়ার জন্য জরূরী হল, দু'জন বিবেকবান প্রাপ্তবয়স্ক মুসলমান পুরুষ বা দু'জন অনুরূপ মহিলা এবং একজন পুরুষ সাক্ষীর উপস্থিতিতে পাত্র-পাত্রী স্বয়ং অথবা তাদের উকিলের এমনভাবে ঈজাব ও কবুল করা যেন সাক্ষীরা উক্ত ঈজাব-কবুল শুনতে পায়। জেনে রাখা দরকার যে, ঠাট্টার ছলে বিয়ে করলেও বিয়ে হয়ে যায়।
অতএব প্রাপ্ত বয়স্ক (সাবালক) পাত্র-পাত্রী যদি দু'জন উপযুক্ত সাক্ষীর সামনে ঈজাব- কবুল করে, তাহলে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যাবে। (ফাতাওয়া দারুল উলুম ৭/১১৬)
রসূলুল্লাহ (সল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) বলেছেনঃ তিনটি কাজ এমন যা বাস্তবে বা ঠাট্টাচ্ছলে করলেও তা বাস্তবিকই ধর্তব্য। তা হলোঃ বিবাহ, তালাক ও স্ত্রীকে ফিরিয়ে নেওয়া। (আবু দাউদ, হাদীস নং ২১৯৪)
উল্লেখ্য যে, শরীয়তের দৃষ্টিতে ছেলে-মেয়ে বালেগ হবার মূল নিদর্শন হলো নাইটপ্রেসার/বীর্যস্খলন হওয়া। আর মেয়েদের ক্ষেত্রে সাথে সাথে পিরিয়ড হওয়া, অথবা গর্ভধারণ করা।
তবে যদি ওপরোক্ত কোনো আলামত প্রকাশিত না হয় তাহেল চন্দ্রবর্ষ (আরবী হিজরী বর্ষ) হিসেবে ১৫ বছর পূর্ণ হলে উভয়ে বালেগ হিসেবে গণ্য হবে। পনেরো বছর শেষ হয়ে ষোলতম বছর শুরু হলেই তার ওপর শরীয়তের বিধিবিধান আরোপিত হবে।
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (14/12/2023)
উত্তর দেখা হয়েছে : 424