ফেতরার টাকার হকদার

প্রশ্ন

   হুজুর ফেতরার টাকার কে কে হকদার ? 

 আর হকদার ব্যক্তি যদি খুজে না পাওয়া যায়
তাহলে ওই টাকা কি বিদেশের কোন মানুষ কে দেওয়া যাবে ?  

 আর ফেতরার টাকা সবাই কে সমান দিতে হবে না কাউকে কম বেশি দেওয়া যাবে ? 

 আর ফেতরার টাকা যদি ঈদের আগে দেওয়া যায় তাহলে কি জায়েয হবে ?
 
 আর ফেতরার টাকা কত দিন পর্যন্ত বিলি করতে পারবে ?

প্রশ্নকারীর নাম: Mahiruddin Sk

প্রশ্নকারীর ঠিকানা: Murshidabad

প্রকাশিত: 05-12-2023

উত্তর

ফতওয়া নং ২৪৮

 ফেতরার টাকার হকদার তারাই যারা যাকাতের হকদার। 

 হকদার ব্যক্তি খুঁজে না পাওয়া গেলে ফেতরার টাকা বিদেশে হকদার ব্যক্তিকে দেওয়াতে কোন দোষ নেই। (ফাতাওয়া ক্বাসিমিয়া ১১/৬২৭) 

 ফেতরার টাকা সবাইকে সমান দেওয়া যরূরী নয়; বরং একজনের ফেৎরা একজনকে দেওয়া বা একজনের ফেৎরা কয়েকজনকে দেওয়া উভয়ই জায়েয আছে।
যদি কয়েকজনের ফেৎরা একজনকে দেওয়া হয়, তাও দুরুস্ত আছে, (কিন্তু তদ্দ্বারা মিসকীন যেন মালিকে নেছাব না হয়ে যায়।)

 ফেতরা ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগে আদায় করা মুস্তাহাব। রমাযান মাসে আদায় করলেও আদায় হয়ে যাবে। এক বর্ণনা অনুযায়ী রমাযানের আগেও আদায় করা যায়। (হেদায়া ১/২১১,আলমগীরী ১/১৯২) 

 যদি কেউ ঈদের দিনেও ফেৎরা না দেয়, তবে তার ফেৎরা মা'ফ হয়ে যাবে না, অন্য সময় দিতে হবে।(বেহেশতী জেওর)

 

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)


উত্তর দেখা হয়েছে : 622