প্রশ্ন
মসজিদে জুমআর দিন যে দান (যেমন মুরগী,ছাগল) পড়ে সেই টাকা কে কে নিতে পারবে,সঙ্গে সঙ্গে কি গরীবদের দিয়ে দিতে হবে কি.?
আর ওই টাকা কতদিন পর্যন্ত মসজিদে রাখতে পারবে
প্রশ্নকারীর নাম: MAHIRUDDIN SK
প্রশ্নকারীর ঠিকানা: Murshidabad
প্রকাশিত: 05-12-2023
উত্তর
ফতওয়া নং ২৪৯উক্ত মুরগী বা ছাগল যদি মানসার (মান্নতের) হয়ে থাকে, তাহলে তা একমাত্র গরীবেরই হক। অতএব যত তাড়াতাড়ি সম্ভব মানসাকারির উদ্দেশ্য অনুযায়ী গরীব ব্যক্তিকে দিয়ে দায়মুক্ত হতে হবে। আর যদি মানসার না হয়, তাহলে দানকারী ব্যক্তির উদ্দিষ্ট খাতে ব্যায় করতে হবে। যদি তার উদ্দেশ্য হয় বিক্রি করে মসজিদের কাজে ব্যায় করা, তাহলে তাই করতে হবে। আর যদি উদ্দেশ্য হয় গরীবকে দেওয়া, তাহলে তাই করতে হবে। (আল মাসাইলুলমুহিম্মাহ ৯/১২৩, শামী ৪/৪৪৫)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)
উত্তর দেখা হয়েছে : 311