পুরুষ- মহিলার জন্য মাহরাম- না মাহরামের এঁটো

প্রশ্ন

 কোন পুরুষ বা মহিলা কি তার মাহরামদের এঁটো করা খাবার খেতে পারবে (যেমন কোনো পাত্রের অবশিষ্ট খাবার) কার এঁটো খাওয়া যাবে আর কার এঁটো খাওয়া যাবে না ? 

প্রশ্নকারীর নাম: Name Janate Onichhuk

প্রশ্নকারীর ঠিকানা: Kolkata

প্রকাশিত: 05-12-2023

উত্তর

ফতওয়া নং ২৫০

 স্বামী-স্ত্রী এক অপরের  এঁটো খাওয়া জাইয। মাহরাম নারী-পুরুষের এঁটো খাওয়াও জাইয। বেগানা নারী-পুরুষ এক অপরের এঁটো খাওয়া ফেতনার আশঙ্কার কারণে মাকরূহ। (বেহেশতী জেওর,শামী সহ দুর্রেমুখতার ৬/৪২৬ দ্রষ্টব্য)

 

                স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)


উত্তর দেখা হয়েছে : 208