কবরে মাটি দেওয়া নিয়ম দাঁড়িয়ে, না বসে

প্রশ্ন

   সম্মানীয় মুফতী সাহেব কবরে মাটি দেওয়ার আদব কী ? বসে মাটি দেওয়া কী চলে না ? জানিয়ে উপকৃত করবে। 

প্রশ্নকারীর নাম: অনলাইন মেম্বার

প্রশ্নকারীর ঠিকানা: অনলাইন মেম্বার

প্রকাশিত: 07-12-2023

উত্তর

ফতওয়া নং ২৫১

 দাঁড়িয়ে, বসে যেভাবে সুবিধা হয় সেভাবে কবরের উপর মাটি দেওয়া চলবে। উভয়ের কোনো একটির প্রাধান্যতা শরীয়াতে  দৃষ্টিগোচর হয়নি। ( ফাতাওয়া কাসিমিয়া ১০/১০০)

 

 

            স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)


উত্তর দেখা হয়েছে : 535