প্রশ্ন
স্ত্রীর ঘর সংসার সম্ভব না হলে, যদি স্বামী তালাক দিতে না চায়, তাহলে স্ত্রী কি ভাবে পৃথক হবে। আসাকরি বুঝিয়ে বললে ভালো হয়।
প্রশ্নকারীর নাম: ফরিদুল ইসলাম
প্রশ্নকারীর ঠিকানা: ডোমকল মুর্শিদাবাদ পঃ বঃ
প্রকাশিত: 11-12-2023
উত্তর
ফতওয়া নং ২৫২স্বামী-স্ত্রীর ভেতর যদি বনিবনা না হয়ে থাকে এবং স্বামী যদি তালাক না দেয়; এর উপায়ের জন্যই শরীয়তে খোলা তালাকের বিধান চালু রাখা হয়েছে। স্ত্রীর মন যদি স্বামীর সাথে মিল না হয়, তাহলে প্রথমেই তালাক প্রার্থী হবে না, অথবা খোলা চাইবে না। প্রথমে ধৈর্য্য অবলম্বন করবে এবং মিল-মহব্বত করার প্রাণপণ চেষ্টা করবে। এরপরও একান্তই যদি মন মেশাতে এবং ধৈর্য্য অবলম্বন করতে না পারে, তাহলে স্বামীকে বলতে পারে যে, আপনি কিছু টাকা পয়সা নিয়ে আমাকে অব্যহতি দিন বা এরূপও বলতে পারে যে, আপনার কাছে আমার যে মহরের টাকা পাওনা আছে আমি তার কোন দাবী করি না, আপনি আমাকে মুক্তি দিন। এরূপ বলায় স্বামী (ঐ মজলিসে) যদি বলে, "আচ্ছা আমি তোমাকে তালাক দিলাম।" তাহলে এরূপ উক্তিতে স্ত্রীর ওপর এক তালাক বায়েন হবে। তাকে আর ফিরিয়ে রাখার অধিকার স্বামীর থাকবে না।(বেহশতী জেওর)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)
উত্তর দেখা হয়েছে : 354