যদি ভুলবশত ওয়াজিব ছুটে যায়, আর সেজদায়ে সাহু না করা হয়

প্রশ্ন

জনাবের কাছে আমার প্রশ্ন এই যে আমার নামাজে ওয়াজিব ছেড়ে গেছে এখন আমি সাহু সেজদাহ দিতেও ভুল গেছি এখন আমি এই নামাজ কি পুনরায় আদায় করব, না করবনা  ?

প্রশ্নকারীর নাম: ALAM MOLLA

প্রশ্নকারীর ঠিকানা: VILL+PO ITINDA PS BASIRHAT NORTH 24 PGS WEST BENGAL INDIA PIN 743292

প্রকাশিত: 11-12-2023

উত্তর

ফতওয়া নং ২৫৩

ভুলবশত যদি ওয়াজিব ছুটে যেয়ে থাকে, আর নামাযের শেষে সেজদায়ে সাহু করা না হয়ে থাকে; এমনকি উভয় দিকে সালাম ফেরার পর নামাযের পরিপন্থি কোন কাজ করার আগেও করা না হয়ে থাকে, তাহলে নামাযটি দোহরানো ওয়াজিব। (নামায কে মাসাইল কা ইন···২/৩৭৯)

 

 

                 স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)


উত্তর দেখা হয়েছে : 386