প্রশ্ন
জনাবের কাছে আমার প্রশ্ন এই যে আমার নামাজে ওয়াজিব ছেড়ে গেছে এখন আমি সাহু সেজদাহ দিতেও ভুল গেছি এখন আমি এই নামাজ কি পুনরায় আদায় করব, না করবনা ?
প্রশ্নকারীর নাম: ALAM MOLLA
প্রশ্নকারীর ঠিকানা: VILL+PO ITINDA PS BASIRHAT NORTH 24 PGS WEST BENGAL INDIA PIN 743292
প্রকাশিত: 11-12-2023
উত্তর
ফতওয়া নং ২৫৩ভুলবশত যদি ওয়াজিব ছুটে যেয়ে থাকে, আর নামাযের শেষে সেজদায়ে সাহু করা না হয়ে থাকে; এমনকি উভয় দিকে সালাম ফেরার পর নামাযের পরিপন্থি কোন কাজ করার আগেও করা না হয়ে থাকে, তাহলে নামাযটি দোহরানো ওয়াজিব। (নামায কে মাসাইল কা ইন···২/৩৭৯)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)
উত্তর দেখা হয়েছে : 386