ইমাম সেজদায়ে সাহু করলে মাসবূক কি করবে

প্রশ্ন

  মুহতারাম, আমি মাসবূক ছিলাম এবং আমি শেষ রাকাতে আত্তাহিয়্যাত পড়ে অপেক্ষারত, এমতবস্থায় ইমাম সাহেব সাহু সিজদা করলেন। এখন আমার কি করনীয় ?

প্রশ্নকারীর নাম: সামিউল আনসারী

প্রশ্নকারীর ঠিকানা: দারুল উলুম আলিনগর, ডোমকল, মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ

প্রকাশিত: 16-12-2023

উত্তর

ফতওয়া নং ২৩৯

    এমতাবস্থায় আপনিও  ইমামের সাথে সিজদায়ে সাহু করবেন। তবে সেজদার আগে সালাম ফেরাবেন না। অতঃপর ইমাম যখন সালাম ফেরাবে তখন আপনার ছেড়ে যাওয়া রাকআত আদায় করবেন।(ফাতাওয়া দারুল উলুম যাকারিয়া ২/৩০১,ফাতাওয়া রহীমিয়া ৫/১৯১)

 

 

               স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (09/01/2024)


উত্তর দেখা হয়েছে : 332