কাযা নামাযে সূরা মিলানোর নিয়ম

প্রশ্ন

 আমার প্রশ্ন হল, মনে করুন আমার আসরের নামাজ কাযা হয়ে গেছে, আমার কি ওই চার রাকাতেই সুরা ফাতেহার সাথে অন্যান্য সূরা মেলাতে হবে ?

প্রশ্নকারীর নাম: Md samsul Alam

প্রশ্নকারীর ঠিকানা: Vill+ po Madhabpur ps amdanga DIST North 24 pgs

প্রকাশিত: 21-12-2023

উত্তর

ফতওয়া নং ২৪০

   ফরয নামাযের শুধু প্রথম দুই রাকআতে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলানো ওয়াজিব। কাযার ক্ষেত্রেও একই নিয়ম। অতএব প্রশ্নোক্ত অবস্থায় শেষের দুই রাকআতে সূরা মিলাতে হবে না। (নামায কে মাসাইল কা ইন···(৩/২৫৩)

 

 

 

                স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ জুমাদাল উখরা,১৪৪৫ হিজরী (09/01/2024)


উত্তর দেখা হয়েছে : 331