প্রশ্ন
একজন চাষি গোলায় ধান বিক্রয় করেছে এই শর্তে যে আমি এখন টাকা নেবো না। কারণ, এখন দাম কম। যখন দাম বাড়বে সেই বাড়া দামেই নেবো এটা কি বৈধ? এটি যদি বৈধ না হয়, এর কোনো বৈধ উপায় আছে কি ?
প্রশ্নকারীর নাম: মাওঃআবদুল্লাহ সরদার
প্রশ্নকারীর ঠিকানা: ধর্মতলা
প্রকাশিত: 23-12-2023
উত্তর
ফতওয়া নং ২৪১ক্রয়-বিক্রয় শরীয়াত সম্মত হওয়ার জন্য অন্যতম যরূরী বিষয় হল, ক্রয়-বিক্রয়ের চুক্তির সময়ে মূল্য নির্দিষ্ট করা। প্রশ্নে উল্লেখিত ক্ষেত্রে তা হচ্ছে না। অতএব, এই পদ্ধতি জাইয নয়। এখানে এমন করা যেতে পারে যে, পরবর্তীতে যে হারে দাম বাড়বে বলে ধারণা হয়, সেই হিসেবে অনুমান করে কম বা বেশি একটি দাম নির্ধারণ করে নিয়ে সেই দামে ক্রয়-বিক্রয় সম্পন্ন করতে হবে। যদি বাকি হয়, তাহলে তারও একটা মেয়াদ নির্ধারণ করতে হবে। (বাদাইউসসনাই' ৫/১৫৬)
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৭ জুমাদাল উখরা ,১৪৪৫ হিজরী (09/01/2024)
উত্তর দেখা হয়েছে : 288