গোসলের নিয়ম

প্রশ্ন

দু লিটার পানি নিয়ে বাড়ির ভেতরে যথাসম্ভব কম কাপড় পড়ে এইভাবে যদি গোসল করা যায় যে প্রথমে মাথা, গলা, ঘাড়, কান, নাক, বগল, বুক, পিঠ, হাত, পা, এবং লজ্জা স্থান ভালোভাবে ভিজিয়ে তারপর মাথায় পানি দিয়ে এবং একটু একটু করে হাতে পানি নিয়ে সারা শরীরে যদি ডোলে নেয়াও যায় (ওযূর মত) এইভাবে সতর্কতার সঙ্গে সারা শরীর ভিজিয়ে নিয়ে ফরজ গোসলের অন্যান্য শর্ত (যেমন নাকের ভেতর পর্যন্ত পানি পৌঁছানো) বজায় রেখে গোসল করলে কি ফরজে গোসল সম্পন্ন হবে? এর সাথে ফরজ গোসলের ফরজ শর্তগুলি কি কি জানালে উপকৃত হব।

প্রশ্নকারীর নাম: অনিচ্ছুক

প্রশ্নকারীর ঠিকানা: অনিচ্ছুক

প্রকাশিত: 24-12-2023

উত্তর

ফতওয়া নং ২৪২

    গোসলের নিয়ম হল এই যে, প্রথমে উভয় হাত কব্জি পর্যন্ত ধোবে, শৌচকর্ম সেরে নেবে, শরীর থেকে স্থূল বা বস্তুগত নাপাকী বা ময়লা ধুয়ে ফেলবে, ওযু করবে, সামান্য পানি ঢেলে শরীর হাতে ঘষে-মেজে সারা শরীরে তিনবার পানি ঢেলে দেবে। কুল্লি করবে এবং নাকে পানি দেবে।


 গোসলের ফরয তিনটি। (১) কুল্লি করা, (২) নাকে পানি দেয়া এবং (৩) সারা শরীরে পানি বইয়ে দেয়া।


 গোসলের সুন্নত পাঁচটি। (১) উভয় হাত কব্জি পর্যন্ত ধোয়া, (২) শৌচকর্ম সম্পাদন করা এবং শরীরের কোথাও নাপাকী লেগে থাকলে তা ধুয়ে ফেলা (৩) অপবিত্রতা অপসারণের নিয়ত করা, (৪) গোসলের পূর্বে ওযু করা এবং (৫) সারা শরীরে তিনবার পানি বইয়ে দেয়া।

নূন্যতম  এ পরিমাণ পানি ঢালা যাতে অঙ্গের উপর প্রবাহিত হয়ে দু'এক ফোঁটা গড়িয়ে পড়ে। একে ধোয়ার নিম্নতর পর্যায় বলা যায়। এর চাইতে কমকে ধোয়া বলা যায় না। যেমন, কেউ যদি হাত ভিজিয়ে মুখের উপর ফেরায় কিংবা এত অল্প পরিমাণ পানি মুখে ঢালে যে, তা বেয়ে মুখের উপরই থেকে যায়; বাইরে না গড়ায়, তাহলে বলা যাবে না যে, সে মুখ ধুয়েছে এবং তার ওযু বা গোসল  শুদ্ধ হবে না।(তালীমুল ইসলাম) 

প্রশ্নে বর্ণিত পরিমাণ পানি দ্বারা যদি শরীরে লেগে থাকা না পাকি ধুয়ে ফেলার সাথে সাথে  গোসলের অন্ততঃ ফরযগুলি পরিপূর্ণ আদায় হয়ে যায়, তাহলেও মোটামুটি গোসল হয়ে যাবে। অন্যথায়  হবে না।

 

 

             স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)


উত্তর দেখা হয়েছে : 399