ব্যভিচারী পুরুষের ছেলের সঙ্গে ব্যভিচারিণী নারীর মেয়ের বিবাহ

প্রশ্ন

  প্রিয় শেয়েখ,একজন পুরুষ অপর একজন অপরিচিত নারীর সঙ্গে যেনা করে ফেলেছে, নারীটা ওই পুরুষের রক্তের কোন সম্পর্কের নয়, পরে পুরুষের ফ্যামিলি থেকে, ওই নারীর স্বামীর ঔরওস জাত কন্যার সঙ্গে বিবাহ ঠিক করেছে। ছেলেটা তাওবা করে ভালো হয়ে গিয়েছে , তাহলে কি ওই নারীর কন্যার সাথে,বিবাহ কি বিবাহিত হবে ?

প্রশ্নকারীর নাম: Abdullah Al Mamun

প্রশ্নকারীর ঠিকানা: Medinipur

প্রকাশিত: 24-12-2023

উত্তর

ফতওয়া নং ২৮৩

  ব্যভিচারী পুরুষের ছেলের সঙ্গে  ব্যভিচারিণী নারীর স্বামীর ঔরসজাত মেয়ের বিবাহ জাইয হবে। (শামী ২/৩২)

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)

 


উত্তর দেখা হয়েছে : 153