গাছে ফল আসার পূর্বে উক্ত গাছের ফল বিক্রি করা

প্রশ্ন

মুফতিয়ানে কেরাম রা এ বিষয়ে কি বলতে চাইছেন বর্তমান আমাদের উত্তর চব্বিশ পরগনার মধ্যে যত আমবাগান আছে সমস্ত আম বাগানের মালিকেরা তাদের আমগাছ গুলোকে বিক্রয় করে গাছে বোল আসার পূর্বে আবার অনেক যাগায় দেখা যায় যে গাছে আম দেখে বিক্রয় করে । এ বিষয়ে বিস্তারিত জানিয়ে বাধিত করবেন। 

প্রশ্নকারীর নাম: Abdul Mannan Gazi

প্রশ্নকারীর ঠিকানা: Vill +Po Malancha PS Minakhan

প্রকাশিত: 26-12-2023

উত্তর

ফতওয়া নং ২৪৪

 গাছে ফল আসার পূর্বে উক্ত গাছের ফল বিক্রি করা শরীয়াতের দৃষ্টিতে বৈধ নয়। কেননা, এতে অস্তিত্বহীন বস্তু বিক্রি করা হয়ে থাকে, যা থেকে হাদীসে নিষেধ করা হয়েছে। পক্ষান্তরে গাছে ফল হয়েছে, যার এখনও  উপযোগিতা প্রকাশ পায়নি কিংবা পেয়েছে এমন ফল যদি কেউ বিক্রি করে, তাহলে বিক্রয় বৈধ হবে; যদি নিঃশর্তভাবে কিংবা কর্তনের শর্তে খরিদ করে। 
আর যদি ফল  গাছে রেখে দেয়ার শর্তে খরিদ করে, তাহলে বিক্রয় ফাসিদ হবে।(হেদায়া )

 

 

           স্বাক্ষরঃ

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)


উত্তর দেখা হয়েছে : 300