প্রশ্ন
আকিকার গোস্ত কি ভাবে বন্টন করতে হবে ?
প্রশ্নকারীর নাম: Md sohid molla
প্রশ্নকারীর ঠিকানা: Nimkuria, bhangar, South 24 parganas
প্রকাশিত: 30-12-2023
উত্তর
ফতওয়া নং ২৪৫উত্তম এই যে, আকীকার গোশতকে তিন ভাগে ভাগ করে একভাগ গরীবদের মাঝে বিতরণ করবে। এক ভাগ আত্মীয়-স্বজনদের দেবে। এক ভাগ বাড়িতে ব্যবহার করবে। ( কিতাবুন্নাওয়াযিল ১৪/৬৯০ )
স্বাক্ষরঃ
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)
উত্তর দেখা হয়েছে : 503