বেয়ানের সাথে বেয়াইয়ের বিবাহ

প্রশ্ন

 শরীয়ত অনুপাতে একটা ছেলে ও একটা মেয়ের বিয়ে হয়েছে তারপরে সেই ছেলের বাবা ও মেয়ের মা (অর্থাৎ বিয়াই ও বেয়ান) কি একসঙ্গে বিয়ে করতে পারে ?

প্রশ্নকারীর নাম: MD ILIAS SK

প্রশ্নকারীর ঠিকানা: Murshidabad

প্রকাশিত: 30-12-2023

উত্তর

ফতওয়া নং ২৪৬

বেয়াই ও বেয়ানের মাঝে এমন আত্মীয়তা নেই যার কারণে বিবাহ অবৈধ হয়। অতএব বেয়ানের সাথে বেয়াইয়ের বিবাহ বৈধ আছে।(শামী ৩/৩১)

 

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024


উত্তর দেখা হয়েছে : 497