দু'চার দিন পর বুঝতে পারবে কিনায়া শব্দ নয়

প্রশ্ন

 স্বামী এবং স্ত্রীর ভিতরে টুকিটাকি ঝামেলা সমস্ত পরিবারেই হয়ে থাকে। এক দম্পতি,  তাদের একটি সন্তান আছে। স্ত্রী সর্বদা বলতে থাকে স্বামীকে, "আমার ছেলেকে অমুক জায়গায় নিয়ে যাবে না। এখানে নিয়ে যাবে না ওখানে নিয়ে যাবে না" স্বামী স্ত্রীকে বলে, "ছেলে কি শুধু তোমার, না অন্য থেকে জন্ম দিয়েছ? স্ত্রী তখন বলে, "না ছেলে তোমারও" তারপর কিছু কথা কাটাকাটি হয়। স্ত্রী বলে, "যদি তোমার  বিশ্বাস না হয়, তাহলে ডিএনএ টেস্ট কর।"  স্ত্রী বলল,  যদি ডিএনএ টেস্টে ছেলে তোমার না হয়, তাহলে যা ইচ্ছা কর। আর ছেলে যদি তোমার হয়, আমি চলে যাব। স্বামী বলল, কোথায়? স্ত্রী বলল বহুদূর। এই বলে স্বামী আর কিছু বলল না।  তার কিছুক্ষণ পর স্বামী বলল, "দাঁড়াও দু চার দিন পর বুঝতে পারবে।" যখন সে এই কথা বলে, প্রথমতঃ তার অন্তরে নিয়েছিল ডিএনএ টেস্টের তারপরে স্বামী ভাবতে থাকে, এই কথার দ্বারা তালাক হয়ে গেছে কিনা, যদিও সে এটা ধমকি স্বরূপ বলেছিল। আর যদি  তালাকের নিয়ত করেও থাকে, সেটা হচ্ছে এই মর্মে যে ডিএনএ টেস্টের পরে কিছু  একটা করব। তাহলে কি তালাক হবে, না ডিএনএ টেস্টের পরে তালাক দিতেও পারে বা নাও পারে এমন কোন সুযোগ আছে? আর "দাড়াও দু চার দিন পর বুঝতে পারবে" অর্থাৎ "বুঝতে পারবে" শব্দটি কি কিনায়া বা তালাক শব্দের ক্ষমতা রাখে? উত্তরটি দিয়ে শুকরিয়া আদায় করবার সুযোগ দেবেন। 

প্রশ্নকারীর নাম: Rajibul islam

প্রশ্নকারীর ঠিকানা: Kolkata

প্রকাশিত: 31-12-2023

উত্তর

ফতওয়া নং ২৪৭

 প্রশ্নের বিবরণ অনুযায়ী স্বামী তার স্ত্রীর প্রতি তালাক সূচক দ্ব্যর্থহীন বা দ্ব্যর্থবোধক কোনো শব্দ প্রয়োগ করেনি। কিনায়া শব্দ এমন শব্দকে বলা হয়, যার মধ্যে অন্য অর্থের সাথে সাথে  তালাকের অর্থও থাকবে; অথচ "বুঝতে পারবে" কথাটি সে রকম নয়। অতএব স্বামীর উক্ত কথার কারণে তার স্ত্রীর উপর কোন তালাক হয়নি। (শামী ৩/২৯৬)

 

 

            স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
৪ রজব,১৪৪৫ হিজরী (15/01/2024)


উত্তর দেখা হয়েছে : 717