সেলুনে কাজ করা

প্রশ্ন

ইসলামে সেলুনের কাজ করা কতটা সঠিক দয়া করে জানাবেন প্লিজ।

 

প্রশ্নকারীর নাম: Mohammed Abuzer molla

প্রশ্নকারীর ঠিকানা: Suncity p & t colony Hyderabad Telangana India pin code mamber 500086

প্রকাশিত: 25-01-2024

উত্তর

ফতওয়া নং ২৫৪

ফতওয়া নং ২৫৪

 

প্রস্নঃ

ইসলামে সেলুনের কাজ করা কতটা সঠিক দয়া করে জানাবেন প্লিজ।

 

উত্তর:

সেলুনের কাজ যদি কেবল শরীয়ত সম্মত কাজের মধ্যে সীমাবদ্ধ থাকে, একমুষ্ঠির কম দাড়ি কাটা, বিজাতীয়দের সদৃশ চুল কাটা ইত্যাদি কোনো শরীয়াত বিরোধী কাজ না করা হয়, তাহলে জাইয হবে। উপার্জনও হালাল হবে। কিন্তু যেহেতু নাপিতরা সাধারণত জাইয-না জাইয সব রকম কাজের সম্মুখীন হয়ে থাকে, তাই সেলুনের কাজ ছাড়া অন্য বৈধ উপার্জনের পথ অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়।
আল্লাহ পাক ইরশাদ করেছেনঃ “তোমরা সৎকর্ম ও তাকওয়ার ক্ষেত্রে একে অন্যকে সহযোগিতা করবে। গুনাহ ও জুলুমের কাজে একে অন্যের সহযোগিতা করবে না। আল্লাহকে ভয় করে চলো।” (সূরা মায়িদাহ, আয়াত নং ২)

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
 ১৫ রজব,১৪৪৫ হিজরী (26/01/2024)


উত্তর দেখা হয়েছে : 354