প্রশ্ন
জনাব মুফতী সাহেব, আমার প্রশ্ন হচ্ছে এই যে অনেক সময় দেখা যায় সাধারণ মানুষ না তারা মাওলানা, না হাফিজ। বয়ান করার সময় কুরআন মাজীদ এর আয়াত ও সহীহ পড়তে পারে না বা অনেক সময় এমন হয় যে কুরআন মাজীদ এর মুল শব্দ টাও ঠিক ভাবে উচ্চারণ করতে পারে না এবং হাদীস শরীফ এর মুল শব্দ ও উচ্চারণ ঠিক ভাবে করতে পারে না । এমন লোকদের বয়ান করার সময় কুরআন মাজীদ এর আয়াত পড়ার অথবা হাদীস এর মুল আরবী টা পড়ে কুরআন মাজীদ এর তাফসীর করা এবং হাদীস এর ব্যাখ্য করার জায়িজ আছে কি ? । না তারা শুধু কুরআন মাজীদ ও হাদীস শরীফ এর সারমর্ম টুকু বলবে ।দয়া করিয়া উত্তর দেবেন।
প্রশ্নকারীর নাম: ইফতেখার আলম
প্রশ্নকারীর ঠিকানা: আকড়া মহেশতলা কোলকাতা -700141
প্রকাশিত: 27-01-2024
উত্তর
ফতওয়া নং ২৫৭যে ব্যক্তি আলেম নয়, তার ওয়াজ বা বক্তৃতা করা জাইয নেই। ওয়াজ ও বক্তৃতাতে সাধারণতঃ কুরআনের আয়াত বা হাদীসের ব্যাখ্যা বলার দরকার হয়। আর আলেম ব্যতীত কেউ সঠিক ব্যাখ্যা দিতে পারেনা। সাধারণ মানুষের দ্বারা কুরআন-হাদীসের অপব্যাখ্যার আশঙ্কা আছে। তাই যে ব্যক্তি আলেম নয়, সে বায়ান-বক্তৃতা না করে বরং কোনো যোগ্য,বিশ্বস্ত আলেমের লিখিত সহজ বোধ্য বই পড়ে শুনাবে। ফতাওয়া আলমগীরীতে লেখা আছে, “আমর বিল মা‘রূফ করতে ইলমের প্রয়োজন।” (৫/৩৫৩)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ রজব,১৪৪৫ হিজরী (09/02/2024)
উত্তর দেখা হয়েছে : 323