দালালী করে উভয় দিক থেকে পারিশ্রমিক নেওয়া

প্রশ্ন

   যেমন- রাশেদ একটি জমি বা ফ্ল্যাট বিক্রি করবে। কিন্ত সেরকম ক্রেতা পাচ্ছেন না । অপরদিকে বকর ঠিক সে ধরনেরই একটি জমি বা ফ্ল্যাট খুঁজছে। জায়েদ এ সুযোগে দালালীর মাধ্যমে উপার্জনের ইচ্ছা গোপন করে বন্ধুত্বের বেশ ধরে উভয়ের কাছে গিয়ে বেচাকেনার বিষয়টি চূড়ান্ত করে‌। জমি বা ফ্ল্যাট কিনে দেয়ার কথা বলে, বকরের কাছ থেকে কিছু টাকা গ্রহণ করে। আবার বিক্রি করার কথা বলে রাশেদের কাছ থেকে কিছু টাকা গ্রহণ করে। এভাবে সে উভয় দিক থেকে টাকা নেয়। কিন্তু রাশেদের কাছ থেকে টাকা নিয়েছে বকর জানেনা আর বকরের কাছ থেকে টাকা নিয়েছে রাশেদ জানেনা। এভাবে দালালী করে অর্থ উপার্জন করা হালাল না হারাম ? ২)যদি বিনিময় অনির্দিষ্ট রেখে বেচাকেনায় সহযোগিতার চুক্তি করা হয়,যেমন -রাশেদ বকরকে বলল, আপনি আমার এ জমি বা ফ্ল্যাট বিক্রি করে আমাকে ২০ লাখ টাকা দেবেন। এর বেশি যত টাকায় বিক্রি করতে পারবেন; তা আপনার থাকবে। এভাবে দালালী করে অর্থ উপার্জন করা হালাল না হারাম ? এর বিস্তারিত মাসআলা একটু জানাবেন।

প্রশ্নকারীর নাম: Abdur Rahman

প্রশ্নকারীর ঠিকানা: Behala Petlipara Masjid

প্রকাশিত: 28-01-2024

উত্তর

ফতওয়া নং ২৭৪

   যদি দাল্লাল মিথ্যাচার, ধোঁকাবাজি ইত্যাদির আশ্রয় না নেয়, পারিশ্রমিক নির্দিষ্ট করে, ক্রেতা বা বিক্রেতার   উকিল না হয় বরং মধ্যস্থ হিসেবে  উভয়ের জন্য পরিশ্রম করে থাকে, তাহলে উভয়ের কাছ থেকে নির্দিষ্ট পারিশ্রমিক নিতে পারে। আর যদি কোনো পক্ষের উকিল হয়ে নিজেই ক্রয় বা বিক্রয়ের কাজ সম্পন্ন করে থাকে, তাহলে যার উকিল শুধু তার কাছ থেকেই পুর্ব নির্ধারিত পারিশ্রমিক নিতে পারবে। অপর জনের উকিল হতে পারবেনা এবং তার কাছ থেকে পারিশ্রমিকও নিতে পারবে না। (রদ্দুল মুহতার ৪/৫৬০) 

“বিক্রি করে আমাকে ২০ লাখ টাকা দেবেন। এর বেশি যত টাকায় বিক্রি করতে পারবেন, তা আপনার থাকবে।” এ পদ্ধতি   শরীয়ত সম্মত নয়। বরং পারিশ্রমিকের একটি পরিমাণ নির্দিষ্ট করতে হবে।(ইসলাম আওর জাদীদ মাআশী মাসাইল ১/১৩৬)

 

              স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)


উত্তর দেখা হয়েছে : 279