প্রশ্ন
জনাব মুফতি সাহেব, আমার প্রশ্ন হল যে , ইমামের নামাজ পড়ানোর সময় অজু ভেঙ্গে গেলে , যে নামাজ পড়াবে ইমাম হয়ে সে কোন খান থেকে শুরু করবে প্লিজ একটু জানাবেন দলীল সহকারে ?
প্রশ্নকারীর নাম: MD KAMARUJJAMAN SEKH
প্রশ্নকারীর ঠিকানা: VILL+POST- KASHIPUR , PS- REJINAGAR , DIST- MURSHIDABAD
প্রকাশিত: 28-01-2024
উত্তর
ফতওয়া নং ২৬১ইমামের যদি ওযু ভঙ্গ হয়ে যায় এবং তা যদি শেষ বৈঠকেও হয়, তবে তার তৎক্ষণাৎ ওযু করার জন্য চলে যাওয়া চাই। উত্তম হল এই যে, ইমাম মুক্তাদীদের মধ্যে যাকে ইমামতির জন্য উপযুক্ত মনে করে তাকে তার জায়গায় দাঁড় করিয়ে দেবে। যিনি খলীফা (স্থলাভিসিক্ত) নিযুক্ত হবেন, তিনি নামাজ সেখান থেকে পড়াবেন, যে পর্যন্ত ইমাম পড়িয়েছেন। মুদরিককে (যে নামাযের শুরু থেকেই ইমামের সঙ্গে নামাযে শরীক রয়েছে) খলীফা নিযুক্ত করা উত্তম। মাসবুককে খলীফা নিযুক্ত করাও জায়েয। মাসবুককে খলীফা নিযুক্ত করলে তাকে ইঙ্গিতে বলে দেবে যে, আমার এত রাকআত নামায বাকি আছে। রাকআত বুঝাবার জন্য আঙ্গুল দ্বারা ইশারা করবে। যেমন: এক রাকআত বাকি থাকলে এক আঙ্গুল তুলবে, আর দু'রাকআত থাকলে দুই আঙ্গুল তুলবে। রুকু রয়ে গেলে হাঁটুতে হাত দিয়ে দেখিয়ে দেবে; সিজদা রয়ে গেলে কপালে হাত দেবে; কেরাআত রয়ে গেলে মুখে হাত দেবে, সিজদায়ে তিলাওয়াত রয়ে গেলে কপাল ও মুখে হাত দেবে, সিজদায়ে সাহো করতে হলে বুকের উপর হাত দেবে; যদি সে এ সকল সংকেত বুঝে। নচেৎ তাকে খলীফা বানাবে না। (বেহেশতী গওহর দ্রষ্টব্য, তাতারখানিয়া ১/৯৬)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ রজব,১৪৪৫ হিজরী (09/02/2024)
উত্তর দেখা হয়েছে : 224