প্রশ্ন
সম্মানিত মুফতি সাহেব, আমার প্রশ্ন হল মাইয়েতকে গোসল দেওয়ার সম্পূর্ণ নিয়ম কি ?
প্রশ্নকারীর নাম: Kamal Uddin 7797574690
প্রশ্নকারীর ঠিকানা: Berachampa North 24 parganas
প্রকাশিত: 28-01-2024
উত্তর
ফতওয়া নং ২৫৮মাইয়েতকে গোসল প্রদানের তরীকা :
* পুরুষ মাইয়েতকে পুরুষ এবং নারী মাইয়েতকে নারী গোসল করাবে। আপনজন আপনজনকে গোসল করানো উত্তম।
* গোসলের স্থান পর্দা ঘেরা হতে হবে।
* যে খাটিয়ায় গোসল দেয়া হবে প্রথমে তিন পাঁচ বা সাতবার সেটায় আগরবাতি ইত্যাদির ধোঁয়া দিবে।
* মাইয়েতকে এমন ভাবে খাটিয়ায় শোয়াবে, যেন কেবলা তার ডান দিকে থাকে, সম্ভব না হলে যে কোন ভাবে শোয়ানো যায়।
* একটা লম্বা মোটা কাপড় দিয়ে মাইয়েতের সতর ঢেকে তার ভিতর থেকে তার শরীরের কাপড় (প্রয়োজনে কেটে) খুলে নিবে।
* মাইয়েতের সতর দেখবে না, সতরের মধ্যে সরাসরি হাত লাগাবে না। * বাম হাতে দস্তানা পরিধান করে বা কোন কাপড় পেঁচিয়ে তা দ্বারা মাইয়েতকে তিন বা পাঁচটা ঢিলা দ্বারা ইস্তেঞ্জা করাবে, তারপর পানি দ্বারা ইস্তেন্ন্জার স্থান ধৌত করবে।
* অতঃপর তুলা ভিজিয়ে তা দ্বারা ঠোট, দাঁত ও দাঁতের মাড়ী মুছে দিবে এবং উক্ত তুলা ফেলে দিবে। এভাবে তিনবার করবে।
* অতঃপর অনুরূপভাবে তিনবার নাকের দুই ছিদ্র পরিস্কার করবে। তবে গোসলের প্রয়োজন (ফরয) অবস্থায় মৃত্যু হলে বা মহিলার হায়েয নেফাস অবস্থায় মৃত্যু হলে মুখে এবং নাকে পানি দেয়া জরুরী। পানি দিয়ে কাপড় বা তুলা দ্বারা উক্ত পানি তুলে নিবে।
* অতঃপর মুখ এবং নাক ও কানের ছিদ্রে তুলা দিয়ে দিবে, যেন পানি ভেতরে প্রবেশ করতে না পারে।
* অতঃপর উযূর ন্যায় মুখ ও উভয় হাত ধৌত করাবে, মাথায় মাসেহ করাবে এবং উভয় পা ধৌত করাবে।
* অতঃপর সাবান বা এজাতীয় কিছু দ্বারা মাথা (পুরুষ হলে দাড়িও) পরিষ্কার করাবে।
* অতঃপর মাইয়েতকে বাম কাতে শুইয়ে বরই এর পাতা জ্বালানো (অপারগতায় সাধারণ) কুসুম গরম পানি দ্বারা মাথা থেকে পা পর্যন্ত ডান পার্শ্বে তিনবার এতটুকু পানি ঢালবে যেন নীচের দিকে বাম পার্শ্ব পর্যন্ত পৌঁছে যায়।
* অতঃপর অনুরূপ ভাবে ডান কাতে শুইয়ে বাম পার্শ্বে তিনবার পানি ঢালবে।
* অতঃপর গোসলদাতা মাইয়েতকে তার শরীরের সাথে টেক লাগিয়ে বসাবে এবং পেটকে উপর দিক থেকে নীচের দিকে আস্তে আস্তে মর্দন করবে এবং চাপ দিবে। এতে কিছু মল-মুত্র বের হলে তা মুছে ফেলে ধুয়ে দিবে।
* অতঃপর মাইয়েতকে বাম কাতে শুইয়ে কপূর মিলানো পানি ডান পার্শ্বে মাথা থেকে পা পর্যন্ত এমনভাবে ঢালবে, যেন নীচে বাম পার্শ্ব পর্যন্ত পৌঁছে যায়।
* অতঃপর আর একটি দস্তানা পরিধান করে বা কাপড় হাতে পেঁচিয়ে সমস্ত শরীর কোন কাপড় দ্বারা মুছে শুকিয়ে দিবে। এরপর মাইয়েতকে
কাফনের কাপড় পরিধান করাবে।
এ হল মাইয়েতকে গোসল দেয়ার সুন্নাত তরীকা।
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ রজব,১৪৪৫ হিজরী (09/02/2024)
উত্তর দেখা হয়েছে : 250