হাফ প্যান্ট ও টাই পড়া

প্রশ্ন

 আমরা একটি ইসলামিক কেজি স্কুল করেছি। কেজি স্কুলের ইউনিফর্ম হাফ প্যান্ট ও টাই রাখা হয়েছে। এখন প্রশ্ন হাফ প্যান্ট ও টাই পড়া যাবে কিনা এবং হাফ প্যান্ট ও টাই পড়া অবস্থায় আরবি পড়া যাবে কিনা 

প্রশ্নকারীর নাম: মৌলানা আব্দুল মুরাদ মন্ডল

প্রশ্নকারীর ঠিকানা: কৃষ্ণনগর, পূর্ব নওয়াপাড়া, ধানতলা, নদীয়া।

প্রকাশিত: 30-01-2024

উত্তর

ফতওয়া নং ২৭৭

হাফ প্যান্ট ও টাই ইসলামী পোষাক নয়, অতএব বর্জনীয়। (ফাতাওয়া দীনিয়্যা ৫/৫৭,নামায কে মাসাইল কা ইন···১/৪০৩ পৃষ্ঠা)

 

               স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)


উত্তর দেখা হয়েছে : 114