স্বামী-স্ত্রী এক অপরকে রক্ত দেওয়া

প্রশ্ন

স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে রক্ত দিতে পারবেন কি ?

প্রশ্নকারীর নাম: Anowar Hossain Sekh

প্রশ্নকারীর ঠিকানা: Akra krishnanagar moheshtola kolkata

প্রকাশিত: 30-01-2024

উত্তর

ফতওয়া নং ২৫৯

  রক্তের অনিবার্য প্রয়োজন হলে, স্বামী-স্ত্রী এক অপরকেও রক্ত দিতে পারে। এ কারণে তাদের বিবাহে কোনো ক্ষতি হবে না। 

(ফাতাওয়া মাহমুদিয়া ১৫/৩৪১,জামিউল ফাতাওয়া ৩/২৫০)

 

             স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
২৮ রজব,১৪৪৫ হিজরী (09/02/2024)


উত্তর দেখা হয়েছে : 178