মসজিদের টাকা ধার নেওয়া

প্রশ্ন

   জনাব মুফতি সাহেব আমার জানার বিষয় হল আমি মসজিদের ক্যাশিয়ার আমার কাছে মসজিদের টাকা হিসাব রাখা থাকে তো আমি আমার কোন কারনে সেই মসজিদের টাকা জরুরাতে ব্যবহার করতে পারি কি ? আবার পরে সে টাকা পুনরায় ফিরিয়ে দেব মসজিদের কাজের দরকার লাগবে যখন দয়া করে একটু জানাবেন।

প্রশ্নকারীর নাম: মোহাম্মদ বাবুল ইসলাম

প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম বরজ থানা হাড়োয়া জেলা উত্তর ২৪ পরগনা

প্রকাশিত: 01-02-2024

উত্তর

ফতওয়া নং ২৭৮

  মসজিদের টাকা ক্যাশিয়ারের কাছে থাকে মসজিদ বিভাগীয় কাজে খরচ করার জন্য আমানত স্বরূপ। অতএব, এই টাকা অন্য কোনো খাতে খরচ করা বা ব্যাক্তিগত কাজে  খরচ করা ঋণ স্বরূপ হলেও   জাইয হবে না। (ফাতাওয়া মাহমুদিয়া ১৫/৮০)

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)


উত্তর দেখা হয়েছে : 226