পশ্চিমা পোশাক পরিধান করা।

প্রশ্ন

  আমার প্রশ্ন হল পশ্চিমাদের মতন প্যান্ট শার্ট টাই কোট পড়া যাবে কি। ?

প্রশ্নকারীর নাম: Toushief Islam

প্রশ্নকারীর ঠিকানা: Sahaganj, Hooghly

প্রকাশিত: 02-02-2024

উত্তর

ফতওয়া নং ২৭৯

  প্যান্ট, শার্ট, কোট পূর্ববর্তী সৎ মানুষদের পোষাক নয়; অতএব এমন পোষাক পরা উচিত নয়; টাখনুর নিচে পড়লে আদৌ জাইয হবে না। আর টাই খৃষ্টানদের ধর্মীয় প্রতীক হওয়ার কারণে পরা না জাইয।(ফাতাওয়া হাক্কানিয়্যাহ্ ৩/২০৭)

 

                  স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)


উত্তর দেখা হয়েছে : 135