প্রশ্ন
সম্মানিত মুফতি সাহেব, আমার জিজ্ঞাসা এই যে, স্বামীর মৃত্যু হলে-স্ত্রীর কে কতদিন ইদ্দত পালন করতে হবে,আর সেই সময় কোন কাজগুলো করা যাবে,আর কনটা করা যাবে না, আর ইদ্দতের পর,পূর্বের মতোই কী সমস্ত সাজসজ্জা কালার পোশাক পড়া যাবে কী.? সম্মানিত মুফতি সাহেব- বিস্তারিত বললে খুব উপকৃত হতাম,
প্রশ্নকারীর নাম: মুহাম্মাদ ওলিউল্লাহ
প্রশ্নকারীর ঠিকানা: গ্রাম লাল মোহন পুর,পোস্ট মহুবোনা,থানা সদাই পুর, জেলা বীরভূম, পিন-৭৩১১০২
প্রকাশিত: 03-02-2024
উত্তর
ফতওয়া নং ২৮১কোন মহিলার স্বামী মারা গেলে, চারমাস দশ দিন ইদ্দত পালন করা ও ইদ্দতের দিনগুলোতে শোক পালন করা তার উপর ওয়াজিব। শোক পালন কালে সাজসজ্জা করবে না। রঙিন বা জাফরানী রঙের কাপড় পরিধান করবে না। সুগন্ধি, তৈল, সুরমা ও মেহেদী ব্যবহার করবেনা। তবে ওযর বশতঃ ব্যবহারের অনুমতি আছে। স্বামীর ঘর হতে বের হবে না। তবে প্রয়োজনে দিনের বেলা বের হতে পারবে, কিন্তু রাত্রে স্বামীর ঘরে থাকতে হবে। তবে কেউ জোর পূর্বক বের করে দিলে অথবা ঘর ধ্বসে পড়লে বা স্বীয় জান মালের উপর হুমকি দেখা দিলে স্বামীর ঘর থেকে বেরিয়ে যাওয়া জায়েয আছে।(মালাবুদ্দামিনহ্)
স্বাক্ষর
মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)
উত্তর দেখা হয়েছে : 318