বিবাহ অনুষ্ঠানে উপস্থিত হওয়া

প্রশ্ন

 বিত্তবান পরিবার বিগত দিনে একাধিকবার নিজ পুত্রের এবং ভ্রাতার বিবাহ অর্থ ও অন্যান্য সুযোগসুবিধার বিনিময়ে প্রদান করেছেন বলে জেনেছি।পরবর্তীতে কন্যার বিবাহ। কোনও দাবিদাওয়া নেই বলেই জানি।সেই অনুষ্ঠানে আমার বাড়ির সকল সদস্য নিমন্ত্রিত।এই পরিস্থিতিতে কি এই বিবাহানুষ্ঠানে উপস্থিত থাকা বৈধ হবে?

প্রশ্নকারীর নাম: খো.তৌসিফউদ্দিন

প্রশ্নকারীর ঠিকানা: হুগলী,পশ্চিম্বঙ্গ

প্রকাশিত: 03-02-2024

উত্তর

ফতওয়া নং ২৮২

যখন দাবি-দাওয়া নেই, তাহলে সেখানে যদি শরীয়ত বিরোধী অন্য কোনো কার্যকলাপ না হয়, তবে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হওয়া বৈধ হবে। (কিতাবুন্নাওয়াযিল ১৬/৮১ পৃষ্ঠা  দ্রষ্টব্য)

 

 

 

             স্বাক্ষর

মুফতী সাইফুল ইসলাম কাসিমী
ফতওয়া বিভাগ,জামিয়া নু'মানিয়া।
১২ শা'বান,১৪৪৫ হিজরী (23/02/2024)


উত্তর দেখা হয়েছে : 165